Posts

Showing posts from April, 2022

বই-সই সমিতির ২য় বৈঠকের বিজ্ঞপ্তি

Image
বই-সই সমিতির ২য় বৈঠক আগামী বুধবার ২৭ এপ্রিল ২০২২, রবীন্দ্রনীড়ে, বেলা ২ টা ৩০ মিনিটে। The second meeting of Boi-Soi Samiti will be held on 2.30 pm of 27th April 2022 at the Rabindra-neerh.

বই-সই সমিতির প্রথম বৈঠকের কার্যাবলী

Image
  বই-সই সমিতি Boi-Soi Samiti (RNLKWC Book-Lovers' Club) ১ম সভা বই-সই সমিতির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ২৯ মার্চ ২০২২ তারিখে রবীন্দ্রনীড় সভাকক্ষে দুপুর ২টোয়। সভাকক্ষ ছিল পরিপূর্ণ , উপস্থিত ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ছিল এক আশ্চর্য উদ্দীপনা।  সভার শুরুতেই ছিল গ্রন্থাগারিকের অবতরণিকা এবং গ্রন্থাগারের সাম্প্রতিক কার্যাবলী সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি প্রদান। গ্রন্থাগারিকের পরে বই-সই সমিতির সমস্ত সদস্যকে অভিনন্দন জানান অধ্যক্ষ শ্রীমতী জয়শ্রী লাহা। তিনি বলেন এইরকম একটি সমিতির সম্ভাব্য ভূমিকা ও গুরুত্ব সম্পর্কে। অধ্যক্ষর বক্তব্যের পর শুরু হয় মূল অনুষ্ঠান। "পাঠক-জন্ম" নিয়ে বলেন বাংলা বিভাগের অধ্যাপক ড: সুজয়কুমার মাইতি। তারপর বই-কথা নিবেদন করেন ইংরেজি বিভাগের অধ্যাপক শ্রীযুক্ত বিভাস চঁন্দ। তিনি বলেন জগন্নাথদেব মণ্ডলের লেখা "মাটির সেতার" বইটি নিয়ে। বইটি যেমন আকর্ষণীয় , শ্রী চঁন্দের কথিকাও ছিল তেমনই প্রাণবন্ত।