Posts

Showing posts with the label Arjun Mukhopadhyay

বই-সই সমিতির চতুর্থ অধিবেশন

Image
বই-সই সমিতির চতুর্থ বই-কথার আস র  বসেছিল ২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকেল দুটো পনেরো মিনিটে, ডঃ বি.সি. রায় মেমোরিয়াল হলে (অডিটোরিয়ামে)।   এদিনের সভার বিশেষত্ব ছিল চার রকম চারটি বইয়ের ওপর আধারিত বই-কথা। চারজন বক্তাই ছাত্রী এবং সবাই ইংরেজি বিভাগের। এবং আরেকটি উল্লেখ্য ব্যাপার হল, এই প্রথমবার বই-সই সমিতির সভা বসেছিল অডিটোরিয়াম হলে, যা সমিতির পক্ষে অবশ্যই একটি মনে রাখার মতো ঘটনা। শুধু তাই নয়, এদিনের সভার সঞ্চালনার দায়িত্বও ছিল একজন ছাত্রী, ইংরেজি বিভাগের অঙ্কিতা সামন্তর (Ankita Samanta) ওপর। বলা চলে এদিনের সভা ছিল ইংরেজি বিভাগের জন্য একটি ‘স্পেশাল’ সভা।   অনুষ্ঠান শুরু হয় গ্রন্থাগারিকের অবতরণিকার মাধ্যমে। তারপরে স্বাগত ভাষণ দেন অধ্যক্ষ শ্রীমতী জয়শ্রী লাহা। তিনি সংক্ষেপে বলেন বই পড়ার আনন্দের কথা। স্বাগত ভাষণের পর সুন্দর একটি ভুমিকা সহকারে মূল পর্বের অনুষ্ঠান শুরু করে অঙ্কিতা। প্রথম বই-কথাটি ছিল একটি ইংরেজি বইয়ের ওপর। আফগান-আমেরিকান লেখক Khaled Hosseini-র “The Kite Runner”. বইটির পটভূমি অনতিঅতীতের আফগানিস্তান। সেদেশে রুশ দখলদারি থেকে তালিবানি শাসন অবধি কাহিনির সময়সীমা। এককথায় একট...