Posts

Showing posts from September, 2022

বই-সই সমিতির চতুর্থ সভা

Image
বই-সই সমিতির চতুর্থ বই-কথার আস র  বসেছিল ২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকেল দুটো পনেরো মিনিটে, ডঃ বি.সি. রায় মেমোরিয়াল হলে (অডিটোরিয়ামে)।   এদিনের সভার বিশেষত্ব ছিল চার রকম চারটি বইয়ের ওপর আধারিত বই-কথা। চারজন বক্তাই ছাত্রী এবং সবাই ইংরেজি বিভাগের। এবং আরেকটি উল্লেখ্য ব্যাপার হল, এই প্রথমবার বই-সই সমিতির সভা বসেছিল অডিটোরিয়াম হলে, যা সমিতির পক্ষে অবশ্যই একটি মনে রাখার মতো ঘটনা। শুধু তাই নয়, এদিনের সভার সঞ্চালনার দায়িত্বও ছিল একজন ছাত্রী, ইংরেজি বিভাগের অঙ্কিতা সামন্তর (Ankita Samanta) ওপর। বলা চলে এদিনের সভা ছিল ইংরেজি বিভাগের জন্য একটি ‘স্পেশাল’ সভা।   অনুষ্ঠান শুরু হয় গ্রন্থাগারিকের অবতরণিকার মাধ্যমে। তারপরে স্বাগত ভাষণ দেন অধ্যক্ষ শ্রীমতী জয়শ্রী লাহা। তিনি সংক্ষেপে বলেন বই পড়ার আনন্দের কথা। স্বাগত ভাষণের পর সুন্দর একটি ভুমিকা সহকারে মূল পর্বের অনুষ্ঠান শুরু করে অঙ্কিতা। প্রথম বই-কথাটি ছিল একটি ইংরেজি বইয়ের ওপর। আফগান-আমেরিকান লেখক Khaled Hosseini-র “The Kite Runner”. বইটির পটভূমি অনতিঅতীতের আফগানিস্তান। সেদেশে রুশ দখলদারি থেকে তালিবানি শাসন অবধি কাহিনির সময়সীমা। এককথায় একটি আন্তর্জাতিক

বই-সই সমিতির চতুর্থ বৈঠকের বিজ্ঞপ্তি

Image
বই-সমিতির চতুর্থ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখ ডঃ বি.সি. রায় মেমোরিয়াল হলে (অডিটোরিয়ামে) দুপুর দুটো পনেরো মিনিটে। থাকছে চারটি বুক-টক।  

বই-সই সমিতির তৃতীয় বৈঠকের কার্যাবলী

Image
  বই-সই সমিতির তৃতীয় সভা আয়োজিত হয়েছিল ১৬ সেপ্টেম্বর ২০২২ তারিখে রবীন্দ্রনীড় সভাকক্ষে। অনুষ্ঠানের শুরুতেই ছিল কলেজের অধ্যক্ষ শ্রীমতী জয়শ্রী লাহার স্বাগত ভাষণ। ভাষণের পর তিনি আনুষ্ঠানিক ভাবে মোড়ক উন্মোচন করেন অধ্যাপক শ্রী প্রভাতকুমার সিটের একটি বইয়ের। বইটির নাম – Remote Sensing and GIS in Natural Resource Management.   এদিনের প্রথম বই-কথাটি বলে কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্রী শ্রীজিতা পাল ( Srijita Pal ), শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের “ব্যোমকেশ সমগ্র” নিয়ে। তার কথিকাটি ছিল প্রাঞ্জল ও মনোগ্রাহী। মূল কাহিনি নিয়ে আলোচনার পাশাপাশি শ্রীজিতার বক্তব্যে উঠে এসেছিল ব্যোমকেশ কাহিনির চলচ্চিত্রায়নের প্রসঙ্গও। কথিকার শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের অংশগ্রহণ সভাটিকে প্রাণবন্ত করে তুলেছিল।   নলিনী বেরার আনন্দ পুরস্কারপ্রাপ্ত উপন্যাস “সুবর্ণরেণু সুবর্ণরেখা” নিয়ে দ্বিতীয় বই-কথাটি বলেন বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপিকা শ্রীমতী সুতনুকা পাল ( Sutanuka Pal )। শ্রীমতী পালের কথিকাটি ছিল আবেগমথিত, যা প্রায় সমস্ত শ্রোতার হৃদয়কে স্পর্শ করেছিল। বইটির এমন নিবিড় পরিচয় তিনি তুলে ধরেন যে ব

বই-সই সমিতির ৩য় বৈঠকের বিজ্ঞপ্তি

Image
  A Book-talk programme will be held on 16th September 2022 at the Rabindraneerh at 3 pm. Srijita Pal, 5th semester, dept. of Computer Science, will talk about "Byomkesh Samagra" (ব্যোমকেশ সমগ্র) by Sharadindu Bandyopadhyay (শরদিন্দু বন্দ্যোপাধ্যায়); and Ms. Sutanuka Pal, SACT, dept. of Bengali will talk about "Subarnarenu Subarnarekha" (সুবর্ণরেণু সুবর্ণরেখা) by Nalini Bera (নলিনী বেরা).