বই-সই সমিতির তৃতীয় বৈঠকের কার্যাবলী

 



বই-সই সমিতির তৃতীয় সভা আয়োজিত হয়েছিল ১৬ সেপ্টেম্বর ২০২২ তারিখে রবীন্দ্রনীড় সভাকক্ষে। অনুষ্ঠানের শুরুতেই ছিল কলেজের অধ্যক্ষ শ্রীমতী জয়শ্রী লাহার স্বাগত ভাষণ। ভাষণের পর তিনি আনুষ্ঠানিক ভাবে মোড়ক উন্মোচন করেন অধ্যাপক শ্রী প্রভাতকুমার সিটের একটি বইয়ের। বইটির নাম – Remote Sensing and GIS in Natural Resource Management.

 




এদিনের প্রথম বই-কথাটি বলে কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্রী শ্রীজিতা পাল (Srijita Pal), শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের “ব্যোমকেশ সমগ্র” নিয়ে। তার কথিকাটি ছিল প্রাঞ্জল ও মনোগ্রাহী। মূল কাহিনি নিয়ে আলোচনার পাশাপাশি শ্রীজিতার বক্তব্যে উঠে এসেছিল ব্যোমকেশ কাহিনির চলচ্চিত্রায়নের প্রসঙ্গও। কথিকার শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের অংশগ্রহণ সভাটিকে প্রাণবন্ত করে তুলেছিল।

 




নলিনী বেরার আনন্দ পুরস্কারপ্রাপ্ত উপন্যাস “সুবর্ণরেণু সুবর্ণরেখা” নিয়ে দ্বিতীয় বই-কথাটি বলেন বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপিকা শ্রীমতী সুতনুকা পাল (Sutanuka Pal)। শ্রীমতী পালের কথিকাটি ছিল আবেগমথিত, যা প্রায় সমস্ত শ্রোতার হৃদয়কে স্পর্শ করেছিল। বইটির এমন নিবিড় পরিচয় তিনি তুলে ধরেন যে বইটি সম্পর্কে অনেকেই আগ্রহী হয়ে পড়েন। শ্রীমতী পালের কথিকার পরে প্রশ্নোত্তর পর্বটিও ছিল স্বতঃস্ফূর্ত। অধ্যাপিকা শ্রীমতী অনিতা সাহার প্রতিক্রিয়া ছিল মনে রাখার মতো।

 



গ্রান্থাগারিকের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভাটি শেষ হয়।



Comments

Popular posts from this blog

A Magical World

বই-সই সমিতির চতুর্থ অধিবেশন