"Boi-Soi Samiti" is a Book-lovers' club of the Central Library of Raja Narendra Lal Khan Women's College (Autonomous).
বই-সই সমিতির চতুর্থ অধিবেশনের বিজ্ঞপ্তি
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
বই-সমিতির চতুর্থ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখ ডঃ বি.সি. রায় মেমোরিয়াল হলে (অডিটোরিয়ামে) দুপুর দুটো পনেরো মিনিটে। থাকছে চারটি বুক-টক।
Ankita Samanta 2 nd year, 4 th Sem. Dept. of English Roll Number-1157, Student Id-2020-547 Escape… I love escaping, I believe most of us do. Who does not like a magical world where everything can happen. Would you believe me if say that there is a magical door in our college and behind that you could be anyone, anything, a place where dreams come true, a place where you would fine the best friend of your life. The magic is hidden behind the door of Central Library. Ok, I know now you would think that “It is not a magical place, it is just filled with a very large amount of books. So, only book lovers would find it magical not everyone.” Trust me, it is magical for everyone, let me just explain it. You don’t have to read at first , just go to the library or the reading room and stand there and look around , walk between the shelves filled with hundreds of books , pick them up , touch the pages and feel it, smell it , listen the sound of pages and withou...
বই-সই সমিতির চতুর্থ বই-কথার আস র বসেছিল ২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকেল দুটো পনেরো মিনিটে, ডঃ বি.সি. রায় মেমোরিয়াল হলে (অডিটোরিয়ামে)। এদিনের সভার বিশেষত্ব ছিল চার রকম চারটি বইয়ের ওপর আধারিত বই-কথা। চারজন বক্তাই ছাত্রী এবং সবাই ইংরেজি বিভাগের। এবং আরেকটি উল্লেখ্য ব্যাপার হল, এই প্রথমবার বই-সই সমিতির সভা বসেছিল অডিটোরিয়াম হলে, যা সমিতির পক্ষে অবশ্যই একটি মনে রাখার মতো ঘটনা। শুধু তাই নয়, এদিনের সভার সঞ্চালনার দায়িত্বও ছিল একজন ছাত্রী, ইংরেজি বিভাগের অঙ্কিতা সামন্তর (Ankita Samanta) ওপর। বলা চলে এদিনের সভা ছিল ইংরেজি বিভাগের জন্য একটি ‘স্পেশাল’ সভা। অনুষ্ঠান শুরু হয় গ্রন্থাগারিকের অবতরণিকার মাধ্যমে। তারপরে স্বাগত ভাষণ দেন অধ্যক্ষ শ্রীমতী জয়শ্রী লাহা। তিনি সংক্ষেপে বলেন বই পড়ার আনন্দের কথা। স্বাগত ভাষণের পর সুন্দর একটি ভুমিকা সহকারে মূল পর্বের অনুষ্ঠান শুরু করে অঙ্কিতা। প্রথম বই-কথাটি ছিল একটি ইংরেজি বইয়ের ওপর। আফগান-আমেরিকান লেখক Khaled Hosseini-র “The Kite Runner”. বইটির পটভূমি অনতিঅতীতের আফগানিস্তান। সেদেশে রুশ দখলদারি থেকে তালিবানি শাসন অবধি কাহিনির সময়সীমা। এককথায় একট...
Comments
Post a Comment