বই-সই সমিতির প্রথম বৈঠকের কার্যাবলী


 

বই-সই সমিতি

Boi-Soi Samiti (RNLKWC Book-Lovers' Club)


১ম সভা




বই-সই সমিতির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ২৯ মার্চ ২০২২ তারিখে রবীন্দ্রনীড় সভাকক্ষে দুপুর ২টোয়। সভাকক্ষ ছিল পরিপূর্ণ, উপস্থিত ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ছিল এক আশ্চর্য উদ্দীপনা। 



সভার শুরুতেই ছিল গ্রন্থাগারিকের অবতরণিকা এবং গ্রন্থাগারের সাম্প্রতিক কার্যাবলী সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি প্রদান। গ্রন্থাগারিকের পরে বই-সই সমিতির সমস্ত সদস্যকে অভিনন্দন জানান অধ্যক্ষ শ্রীমতী জয়শ্রী লাহা। তিনি বলেন এইরকম একটি সমিতির সম্ভাব্য ভূমিকা ও গুরুত্ব সম্পর্কে।


অধ্যক্ষর বক্তব্যের পর শুরু হয় মূল অনুষ্ঠান।

"পাঠক-জন্ম" নিয়ে বলেন বাংলা বিভাগের অধ্যাপক ড: সুজয়কুমার মাইতি।



তারপর বই-কথা নিবেদন করেন ইংরেজি বিভাগের অধ্যাপক শ্রীযুক্ত বিভাস চঁন্দ। তিনি বলেন জগন্নাথদেব মণ্ডলের লেখা "মাটির সেতার" বইটি নিয়ে। বইটি যেমন আকর্ষণীয়, শ্রী চঁন্দের কথিকাও ছিল তেমনই প্রাণবন্ত।






Comments

Popular posts from this blog

A Magical World

বই-সই সমিতির চতুর্থ অধিবেশন