বই-সই সমিতির দ্বিতীয় বৈঠকের কার্যাবলী

 



দুটি বই-কথা ছিল এদিনের অনুষ্ঠানের প্রধান আকর্ষন। গ্রন্থাগারিকের অবতরনিকার পর প্রথম বই-কথাটি পরিবেশন করে ইংরেজি চতুর্থ সেমেস্টারের ছাত্রী অঙ্কিতা সামন্ত। তার আলচ্য বইটি ছিল Benjamin Alire Sáenz –এর উপন্যাস Aristotle and Dante Discover the Secrets of the Universe



অঙ্কিতার পর বলতে ওঠেন ইংরেজির অধ্যাপক ডঃ সৌম্যদীপ চক্রবর্তী। তিনি বলেন সম্প্রতি “ও’ হেনরি পুরস্কারে” ভূষিত অমর মিত্রের “গাঁওবুড়ো ও অন্যান্য গল্প” বইটি নিয়ে।




Comments

Popular posts from this blog

A Magical World

বই-সই সমিতির চতুর্থ সভা

বই-সই সমিতির তৃতীয় বৈঠকের কার্যাবলী